ইরাকে সংসদ নির্বাচনের ফল ঘোষণা; সংখ্যাগরিষ্ঠতা পেলো ‘সদর আন্দোলন’
2021-12-01 18:56:29

 

ডিসেম্বর ১: ইরাকের নির্বাচন কমিশন গতকাল (মঙ্গলবার) সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে৷ নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা সদরের নেতৃত্বাধীন ‘সদর আন্দোলন’ সংখ্যাগরিষ্ঠ ৭৩টি আসনে জিতেছে।

এ ছাড়া, বর্তমান সংসদের স্পিকার হাবশির নেতৃত্বাধীন সুন্নি ‘প্রগতিশীল জোট’ ৩৭টি আসন, প্রাক্তন প্রধানমন্ত্রী মালিকির নেতৃত্বাধীন ‘আইনি রাষ্ট্রীয় জোট’ ৩৩টি আসন, এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি ৩১টি আসন জিতেছে। আর শিয়া মিলিশিয়া গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষাকারী ‘ফাতাহ জোট’ পেয়েছে ১৭টি আসন। সংসদে এই দলটির আসন এবার উল্লেখযোগ্য হারে কমেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের ফল নিয়ে ইরবিল, নিনেভেহ, কিরকুক, বাগদাদ ও বসরা প্রদেশের সকল আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর আগে, কমিশন নির্বাচনের ফলের বিরুদ্ধে ১৪৩৬টি আপিল পায়, যার বেশিরভাগই খারিজ হয়ে গেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)