এশিয়ান-আফ্রিকান আইনি পরামর্শমূলক সংস্থার ৫৯তম সম্মেলনে চীনা প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
2021-11-30 18:49:41

এশিয়ান-আফ্রিকান আইনি পরামর্শমূলক সংস্থার ৫৯তম সম্মেলনে চীনা প্রধানমন্ত্রীর অংশগ্রহণ_fororder_9213b07eca806538a870f5eb762cde4daf3482af

নভেম্বর ৩০: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (সোমবার) ভিডিও-লিঙ্কের মাধ্যমে এশিয়ান-আফ্রিকান আইনি পরামর্শমূলক সংস্থা (এএএলসিও)-র ৫৯তম সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে লি খ্য ছিয়াং বলেন, বিগত ৬০ বছর ধরে এশিয়া ও আফ্রিকার দেশগুলো সংলাপের মাধ্যমে ‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ-দফা নীতি’-র মতো বিভিন্ন আন্তর্জাতিক আইনের ধারণা উপস্থাপন করেছে। এসব ধারণা আন্তর্জাতিক আইন উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি বলেন, বর্তমানে কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধার আরও কঠিন কাজ। এখন বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে সংকট মোকাবিলার সময়। এশিয়া ও আফ্রিকা বহুপক্ষবাদের গুরুত্বপূর্ণ পক্ষশক্তি।

লি খ্য ছিয়াং আরও বলেন, সমতার নীতি মেনে চলতে হবে ও যৌথভাবে বহুপক্ষবাদ অনুসরণ করতে হবে; পারস্পরিক যোগাযোগ ও সংযুক্তি উন্নত করতে হবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকেন্দ্রিক বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা সুরক্ষা করতে হবে; মহামারী মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং  যৌথভাবে বৈশ্বিক স্বাস্থ্য-সমস্যা মোকাবিলা করতে হবে; সবুজ উন্নয়নের ধারণা কাজে লাগিয়ে, যৌথভাবে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে হবে; এবং বিশ্বে আন্তর্জাতিক আইনের প্রাধান্য সংরক্ষণ করতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)