মহামারীর নতুন ঢেউ চীনে বিদেশফেরত রোগীর চাপ বাড়াচ্ছে: জাতীয় স্বাস্থ্য কমিশন
2021-11-30 19:05:08

 

নভেম্বর ৩০: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা নতুন করে বাড়ছে। কোনো কোনো দেশে আক্রান্তের সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। আবার বিশ্বের কোনো কোনো অঞ্চলে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় চীনে বিদেশফেরত রোগীদের চাপও ক্রমশ বাড়ছে।

তিনি বলেন, অর্থনীতি ও সমাজের ওপর মহামারীর নেতিবাচক প্রভাব কমানোর জন্য বিদ্যমান মহামারী-প্রতিরোধক নিয়মবিধি মেনে চলা আবশ্যক। বয়স্কদের ও ৩ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার হার ও গতিও বাড়ানো দরকার। (ওয়াং হাইমান/আলিম/ছাই)