‘ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবসের’ স্মারক সভায় প্রেসিডেন্ট সি’র অভিনন্দনবার্তা
2021-11-30 13:31:37

নভেম্বর ৩০: গতকাল (সোমবার) জাতিসংঘে ‘ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস’ স্মারক সভার আয়োজন করা হয়। প্রেসিডেন্ট সি চিন পিং সভায় একটি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, ফিলিস্তিন সমস্যা হলো মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয়। ফিলিস্তিন ইস্যুর সার্বিক ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী সমাধান করা, ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণভাবে সহাবস্থান এবং আরব ও ইহুদি জাতির যৌথ বিকাশের কথা উল্লেখ করে সি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্য এবং তা দেশ ও জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

ফিলিস্তিন সমস্যার সমাধানে অবশ্যই সঠিক নীতিতে অবিচল থাকতে হবে। আন্তর্জাতিক সমাজের উচিত বস্তুনিষ্ঠতা ও ন্যায়বিচার মেনে চলা, সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়ায় অবিচল থাকা এবং মাদ্রিদ শান্তি সম্মেলনের ৩০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনার পুনরায় শুরু করার সহায়তা দেওয়া উচিত। তা ছাড়া, মহামারী প্রতিরোধে অব্যাহতভাবে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা এবং ফিলিস্তিনের অর্থনীতি, গণজীবিকা ও মানবিক অবস্থা উন্নয়নে কাজ করা উচিত্ বলেও উল্লেখ করেন সি চিন পিং।

(লিলি/তৌহিদ/শুয়েই)