বিদেশি পুঁজি আকর্ষণ বাড়াতে বাংলাদেশে ‘ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত
2021-11-30 13:34:30

বিদেশি পুঁজি আকর্ষণ বাড়াতে বাংলাদেশে ‘ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত_fororder_李极明

নভেম্বর ৩০: সম্প্রতি ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১’ অনলাইন ও অফলাইনের মাধ্যমে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের লক্ষ্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সমৃদ্ধ সুযোগ তুলে ধরা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনলাইন বক্তৃতায় বলেন যে, তিনি আশা করেন, বিনিয়োগকারীরা এই শীর্ষসম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের সম্ভাব্য শক্তি সম্পর্কে গভীর ধারণা লাভ করবে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রচুর শ্রমিক, শিথিল বিনিয়োগ নীতি এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব ক্রমাগত বাড়ছে।

 

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী রেন হোংবিন এক ভিডিও বক্তৃতায় বলেন, নভেল করোনাভাইরাস মহামারী দুই পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় চ্যালেঞ্জ ডেকে এনেছে, সেই সঙ্গে এটি দুই দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সম্পর্কের শক্তিশালী নমনীয়তাও তুলে ধরেছে। এ বছরের প্রথম ১০ মাসে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বিদেশি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উত্স হিসাবে তার অবস্থান বজায় রেখেছে। চীন বাংলাদেশের উন্নয়নে সক্রিয় সমর্থন দেয় এবং তাতে অংশগ্রহণ করে। দ্বিপক্ষীয় বাস্তবসম্মত সহযোগিতা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে। চীন মহামারী প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে হাতে হাত রেখে অব্যাহতভাবে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে আরও গভীর করতে চায়। চীন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমর্থন দেয় এবং বাংলাদেশের অবকাঠামোগত অবস্থার উন্নয়নে সহায়তা করে।

(লিলি/তৌহিদ/শুয়েই)