যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র সম্মেলন’ ঠাণ্ডাযুদ্ধের মানসিকতার পরিচায়ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-11-30 19:04:00

 

নভেম্বর ৩০: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ ঠাণ্ডাযুদ্ধের মানসিকতার পরিচায়ক এবং এটি একটি বিপজ্জনক পদক্ষেপ। আন্তর্জাতিক সমাজকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। চীন আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতা বজায় রাখতে এবং যৌথভাবে বৈশ্বিক শান্তি ও উন্নয়নের জন্য কাজ করতে সকল দেশের প্রতি আহ্বান জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (রোববার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

     মুখপাত্র বলেন, একটি দেশ গণতান্ত্রিক কি না, তা বিচারের অধিকার সে-দেশের জনগণের। জনগণের মৌলিক চাহিদা পূরণ, সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণ, এবং জনগণের সন্তুষ্টি হওয়া উচিত একটি দেশের গণতন্ত্র পরিমাপের মাপকাঠি। অথচ যুক্তরাষ্ট্র নিজের পছন্দ অনুসারে কোনো দেশকে গণতান্ত্রিক ও কোনো দেশ অগণতান্ত্রিক আখ্যা দিয়ে থাকে। সকল দেশের গণতন্ত্রকে মার্কিন মাপকাঠিতে বিচার করার কোনো সুযোগ নেই।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলনের’ সমালোচনা করে বলেছেন, এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

আর যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছিন কাং ও রাশিয়ার রাষ্ট্রদূত এক যৌথ নিবন্ধে লিখেছেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে কোনো দেশকে গণতান্ত্রিক ও কোনো দেশকে অগণতান্ত্রিক আখ্যায়িত করছে। এটা ঠাণ্ডাযুদ্ধের মানসিকতার বহিঃপ্রকাশ। এতে বিশ্বে আদর্শিক বিরোধ ও দ্বন্দ্ব বাড়বে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)