ওমিক্রন ভাইরাসের কারণ বিশ্বে টিকার বৈষম্য
2021-11-29 14:13:33

নভেম্বর ২৯: নতুন ধরনের করোনাভাইরাস ওমিক্রন বিশ্বে মহামারী প্রতিরোধে নতুন চ্যালেঞ্জ ডেকে এনেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, ধনী দেশগুলোর অতিরিক্ত টিকা মজুত করার কারণে টিকা বণ্টনে বৈষম্য হয়েছে। এটা নতুন ভাইরাস আবির্ভাবের গুরুত্বপূর্ণ কারণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে, নিম্ন আয়ের দেশগুলোতে কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা মাত্র ৭.৫ শতাংশ। ওমিক্রন ভাইরাসের কারণে পর্যটন নিষেধাজ্ঞার প্রভাবে সবচেয়ে গুরুতর ৮টি আফ্রিকান দেশে টিকা গ্রহণের হার খুব কম। কিন্তু উচ্চ আয়ের দেশগুলোতে ৬৩.৯ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছে।

ওয়েলকাম ট্রাস্টের তত্ত্বাবধায়ক বলেন, ওমিক্রন টিকা ও অন্যান্য মহামারী প্রতিরোধে সম্পদের আরও ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করার প্রয়োজনীয়তা প্রমাণ করেছে। নতুন ভাইরাস আমাদের মনে করিয়ে দিয়েছে যে, মহামারী শেষ হয় নি। বৈষম্যপূর্ণ বণ্টনের কারণে মহামারী অব্যাহত রয়েছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)