ডাকারে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2021-11-29 18:57:07

ডাকারে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক_fororder_3495-kirmaiu8626721

নভেম্বর ২৯: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) ডাকারে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদানকারী, মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী ভেরোনিকা নাটানিয়েল ম্যাকামোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, মোজাম্বিক হলো আফ্রিকায় চীনের গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার। সাম্প্রতিক বছরগুলোয় দু’দেশের মধ্যে রাজনৈতিক আস্থা গভীর থেকে গভীরতর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা হয়েছে ফলপ্রসূ।

তিনি বলেন, দু’দেশ যৌথভাবে কোভিড-১৯ মহামারী মোকাবিলায় কাজ করে যাচ্ছে। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা মহামারীর কঠিন সময়েও বেড়েছে। চীন অব্যাহতভাবে ‘এক অঞ্চল, এক পথ’, ‘চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম’ ইত্যাদি প্লাটফর্মের মাধ্যমে মোজাম্বিকের সঙ্গে অবকাঠামো, কৃষি ও জ্বালানিসম্পদ খাতে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

এসময় ম্যাকামো চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওয়াং ই-কে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, মোজাম্বিক চীনের সঙ্গে রাজনৈতিক দল পর্যায়ের যোগাযোগ বাড়াতে এবং দেশ-প্রশাসনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। মোজাম্বিক ‘এক চীননীতি’তে অবিচল থাকবে বলেও তিনি উল্লেখ করেন।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)