চীনের ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগে’ সকল দেশের অংশগ্রহণকে স্বাগত জানায় বেইজিং: চীনা মুখপাত্র
2021-11-29 19:18:02

নভেম্বর ২৯: চীনের ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগ’ উন্মুক্ত, সহনশীল ও স্বচ্ছ। এ উদ্যোগে বিশ্বের সকল দেশের অংশগ্রহণকে স্বাগত জানায় চীনের সরকার। আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ উদ্যোগের কথা ঘোষণা করেন এবং তা ইতোমধ্যেই আন্তর্জাতিক সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস এর প্রতি সমর্থন জানিয়েছেন; প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো এ উদ্যোগে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

চীনা মুখপাত্র আরও বলেন, উন্নয়ন হচ্ছে অনেক সমস্যা সমাধানের উপায়। ২০১৫ সালে জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ গৃহীত হয়। চীনের বিশ্ব উন্নয়ন উদ্যোগে এই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ৮টি অগ্রাধিকার ক্ষেত্রের কথা বলা হয়েছে।  (ইয়াং/আলিম/ছাই)

চীনের ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগে’ সকল দেশের অংশগ্রহণকে স্বাগত জানায় বেইজিং: চীনা মুখপাত্র_fororder_1129-4