বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়াচ্ছে মহামারী: চীনা বিশ্লেষক
2021-11-29 18:10:57

নভেম্বর ২৯: চীনের একজন খ্যাতনামা বিশ্লেষক চৌ উ ইং আজ (সোমবার) প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, বিভিন্ন দেশে মহামারী পরিস্থিতির অবনতি ঘটায়, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়ছে।

প্রবন্ধে তিনি বলেন, কোভিড-১৯ ভাইরাসের ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশের অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়িয়েছে। ইউরোপের তিনটি শেয়ার বাজারের সূচক হ্রাস পেয়েছে। জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তার কারণে লন্ডন ব্রেন্ট ও নিউইয়র্কে তেল ফিউচারের দামও কমেছে।

চৌ উ ইং লিখেছেন, অনেক দেশ ও অঞ্চল দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন আফ্রিকান দেশের সাথে বিমান-যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এ কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনও অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিতে হয়।

তিনি আশঙ্কা প্রকাশ করে আরও লিখেছেন, ওমিক্রন দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে সরবরাহ চেইন আরও সংকটে পড়বে এবং ইউরোপের অর্থনীতির ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। (ইয়াং/আলিম/ছাই)

বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়াচ্ছে মহামারী: চীনা বিশ্লেষক_fororder_1129-2