চীনের প্রথম সাংস্কৃতিক পর্যটন প্রদর্শনী শেষ
2021-11-29 10:58:49

নভেম্বর ২৯: চীনের প্রথম (উহান) সাংস্কৃতিক পর্যটন প্রদর্শনী গতকাল (রোববার) সুষ্ঠুভাবে শেষ হয়েছে। তিন দিনের এ প্রদর্শনীতে অংশ নিয়েছে ১০৬২টি সাংস্কৃতিক ও পর্যটন সংস্থা। প্রায় এক লাখ মানুষ এই প্রদর্শনী দেখার জন্য নিবন্ধন করেছেন।

 

উহান শহরের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে মোট ৮টি প্রদর্শনী এলাকা এবং ২৪৭টি স্টল স্থাপন করা হয়েছে। ৩০টি প্রদেশ ও শহর এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চল এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। রাশিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়াসহ ১৫টি দেশের জাতীয় পর্যটন বিভাগ ও আন্তর্জাতিক পর্যটন সংস্থাও এতে যোগ দিয়েছে।

 

দ্য প্যালেস জাদুঘর-সহ দেশের ১৬টি পরিচিত জাদুঘর এবং সূচিকর্মসহ অনেকগুলো বিখ্যাত অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রকল্প এতে অংশ নিয়েছে। প্রদর্শনীতে চীনের সংস্কৃতি এবং পর্যটনের সমন্বয় উন্নয়নের নতুন সাফল্য ও প্রাণবন্ত শক্তি তুলে ধরা হয়।

(লিলি/তৌহিদ/শুয়েই)