লিথুয়ানিয়াকে নিজের ভুল সংশোধন করতে হবে: বেইজিং
2021-11-29 18:42:54

লিথুয়ানিয়াকে নিজের ভুল সংশোধন করতে হবে: বেইজিং_fororder_QQ图片20211129184235

নভেম্বর ২৯: লিথুয়ানিয়ার সাম্প্রতিক আচরণে ‘এক চীন, এক তাইওয়ান’ নামক ভ্রান্ত ধারণার প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে। দেশটিকে নিজের এ ভুল সংশোধন করতে হবে। আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

মুখপাত্র বলেন, চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না। এ ক্ষেত্রে যে-ই সীমা লঙ্ঘন করবে, তাকেই উপযুক্ত মূল্য দিতে হবে। এ ব্যাপারে কারো মনে সন্দেহ থাকা উচিত নয়। চীন এই মর্মে লিথুয়ানিয়াকে সতর্ক করছে যে, দেশটিকে তাইওয়ান বিষয়ে সঠিক নীতি গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি ইউরোপের ছোট দেশ লিথুয়ানিয়ার সরকার চীনের তাইওয়ানকে সেদেশে কার্যালয় খোলার অনুমতি দিয়েছে, যা ‘এক চীননীতি’র সুস্পষ্ট লঙ্ঘন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)