অবৈধ অভিবাসন ও মত্স-শিকার ইস্যুতে ব্রিটেন-ফ্রান্স সম্পর্কের অবনতি
2021-11-28 15:12:55

অবৈধ অভিবাসন ও মত্স-শিকার ইস্যুতে ব্রিটেন-ফ্রান্স সম্পর্কের অবনতি_fororder_1128-3

অবৈধ অভিবাসন ও মত্স-শিকার ইস্যুতে ব্রিটেন-ফ্রান্স সম্পর্কের অবনতি_fororder_1128-4

নভেম্বর ২৮: অবৈধ অভিবাসন ও মত্স-শিকার ইস্যুতে ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের আরও অবনতি ঘটেছে।

সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন অবৈধ অভিবাসন বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁকে একটি চিঠি লেখেন। ব্রিটিশ সরকার সেই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করে। এতে অসন্তুষ্ট হন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এদিকে, গত শুক্রবার ফরাসি জেলেরা, ব্রিটিশ সরকারের কাছ থেকে মাছ শিকারের অনুমতি না-পাওয়ায়, ফ্রান্সের বন্দরে বিক্ষোভ প্রদর্শন করে। তারা একটি ব্রিটিশ মালবাহী জাহাজ আটকে রাখে ও সাময়িকভাবে  ইংলিশ চ্যানেল বন্ধ করে দেয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন গত বৃহস্পতিবারের চিঠিতে ফ্রান্স থেকে অবৈধভাবে তাঁর দেশে প্রবেশ করা অভিবাসীদের ফেরত নেওয়ার অনুরোধ জানান। চিঠিটি টুইটারেও প্রকাশ করা হয়। এতে অসন্তুষ্ট ফরাসি প্রেসিডেন্ট গত শুক্রবার ইতালি সফরকালে বলেন, দু’দেশের নেতৃবৃন্দের মধ্যে আদানপ্রদানকৃত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা অবিবেচনাপ্রসূত।

একই দিন ব্রিটেনের প্রধানমন্ত্রীভবনের মুখপাত্র এর জবাবে বলেন, অবৈধ অভিবাসী নিয়ে দু’দেশের মধ্যে বহুবার আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি প্রকাশের লক্ষ্য,  জনগণকে এটা জানানো যে, দু’দেশের সরকার এ সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)