চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট সি
2021-11-28 19:43:40

নভেম্বর ২৮: আগামীকাল (সোমবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে অনলাইনে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করবেন ও মূল বক্তব্য দেবেন।

সাম্প্রতিক বছরগুলোয় সি চিন পিং বহুবার চীন-আফ্রিকা সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ২০২০ সালের জুন মাসে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে সি চিন পিং সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, চীন ও আফ্রিকার সামনে মহামারী মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার, ও জনগণের জীবনমান উন্নয়নের কঠিন দায়িত্ব রয়েছে। আমাদের উচিত গণকেন্দ্রিক ও জীবনমুখী সহযোগিতা চালিয়ে মহামারী সৃষ্ট নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করা।

২০১৩ সালের জুন মাসে সি চিন পিং চীনা প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার আফ্রিকা সফরের সময় তাঞ্জানিয়ায় বলেন, চীন ও আফ্রিকা অভিন্ন ভাগ্যের কমিউনিটির অংশ। তিনি দু’পক্ষের মধ্যে সত্য, বাস্তব, আন্তরিক ও ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন।

পরিসংখ্যান অনুসারে, চীন টানা ১২ বছর ধরে আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার পর থেকে চীনা প্রতিষ্ঠানগুলো আফ্রিকায় রেলপথ নির্মাণ করেছে ১০ হাজার কিলোমিটারেরও বেশি এবং সড়কপথ নির্মাণ করেছে এক লাখ কিলোমিটারেরও বেশি। এতে আফ্রিকার বাসিন্দাদের জন্য ৪৫ লাখ কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। আর কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পর চীন আফ্রিকার ৫৩টি দেশ ও আফ্রিকান ইউনিয়নকে ১২০ দফায় জরুরি মহামারী-প্রতিরোধক সামগ্রী এবং প্রায় ২০ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। (ছাই/আলিম)