চীনের সহায়তায় আফ্রিকার রোগ-নিয়ন্ত্রণকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ শেষ
2021-11-27 18:39:10

চীনের সহায়তায় আফ্রিকার রোগ-নিয়ন্ত্রণকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ শেষ_fororder_1127-4

নভেম্বর ২৭: চীনের সহায়তায় আফ্রিকার রোগ-নিয়ন্ত্রণকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ গতকাল (শুক্রবার) শেষ হয়েছে। আফ্রিকান ইউনিয়নে চীনা প্রতিনিধিদলের প্রধান লিউ ইয়ু মি এবং আফ্রিকান ইউনিয়নের সামাজিকবিষয়ক সদস্য আমিরা এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীনা প্রতিনিধি বলেন, মহামারীর মধ্যেও চীন-আফ্রিকা সহযোগিতা অব্যাহত আছে। এ প্রকল্প চীন-আফ্রিকা সহযোগিতা ও মৈত্রীর প্রতীক।

এসময় আমিরা বলেন, এ প্রকল্প চীন-আফ্রিকা অভিন্ন স্বাস্থ্য কমিউনিটির ভিত্তিস্বরূপ। এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ মহামারী ও নানান সংকটের মধ্যেও সুন্দরভাবে শেষ হয়েছে। এতে চীন-আফ্রিকা মৈত্রী প্রতিফলিত হয়।

উল্লেখ্য, কেন্দ্রটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে অবস্থিত। ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু হয়। কেন্দ্রের মোট আয়তন সাড়ে ২৩ হাজার বর্গমিটার। (ইয়াং/আলিম/ছাই)

চীনের সহায়তায় আফ্রিকার রোগ-নিয়ন্ত্রণকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ শেষ_fororder_1127-5