কোভিডের নতুন স্ট্রেইন বি.১.১.৫২৯-কে বিপজ্জনক হিসেবে আমলে নিয়েছে হু
2021-11-27 18:42:44

 

নভেম্বর ২৭: সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত কোভিড-১৯-এর নতুন স্ট্রেইন বি.১.১.৫২৯-কে বিপজ্জনক হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু বলেছে, বিভিন্ন দেশকে সাবধান হতে হবে এবং ভাইরাসের এই নতুন স্ট্রেইনের সিকোয়েন্সিংয়ের কাজে গতি আনতে হবে।

হু এক বিবৃতিতে জানায়, দক্ষিণ আফ্রিকায় গত ৯ নভেম্বর এই স্ট্রেইনটি চিহ্নিত করা হয় এবং ২৪ নভেম্বর এ সম্পর্কে হু-র কাছে রিপোর্ট আসে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ আফ্রিকায় কোভিড ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সঙ্গে এই নতুন স্ট্রেইনের সম্পর্ক আছে।

বিবৃতিতে আরও জানানো হয়, নতুন এই স্ট্রেইনটি অনেক মিউটেশনের ফল, যা উদ্বেগজনক। এটি সংশ্লিষ্ট দেশে নতুন দফায় সংক্রমণ বাড়াতে পারে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)