চীনকে প্রতিরোধে তাইওয়ানকে ব্যবহারের মার্কিন অপচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে: বেইজিং
2021-11-26 18:47:07

নভেম্বর ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের কিছু কংগ্রেস সদস্য ব্যক্তিগতভাবে তাইওয়ান সফর করেছেন, যা এক-চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহার গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তারা তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত দিয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানায়।

 

মুখপাত্র বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কোনোভাবেই আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নয়। তাইওয়ান চীনের সার্বভৌমত্ব, ভূভাগের অখণ্ডতা এবং চীনের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের উচিত এক-চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহার মেনে চলা এবং অবিলম্বে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ করা।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)