ক্রীড়া খাত রাজনৈতিক হস্তক্ষেপ-মুক্ত থাকা উচিত: চীনা মুখপাত্র
2021-11-26 18:58:51

ক্রীড়া খাত রাজনৈতিক হস্তক্ষেপ-মুক্ত থাকা উচিত: চীনা মুখপাত্র_fororder_zhao

নভেম্বর ২৬: শীতকালীন অলিম্পিক গেমস হলো বিভিন্ন দেশের খেলোয়াড়দের বিনিময়ের মঞ্চ। ক্রীড়া খাত রাজনৈতিক হস্তক্ষেপ-মুক্ত থাকা উচিত। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন।

 

জানা গেছে, লিথুয়ানিয়ার পার্লামেন্ট সদস্য বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন। সে দেশের অলিম্পিক গেমস কমিশন এক বিবৃতিতে জানায়, অলিম্পিক গেমস সারা বিশ্বের সম্পদ। বিভিন্ন দেশের অলিম্পিক গেমস কমিশনের এতে অংশ নেওয়ার দায়িত্ব আছে।

 

এই বিষয়ে চীনা মুখপাত্র বলেন, তথাকথিত বিরোধিতায় বিভিন্ন দেশের খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিশন ও অলিম্পিক পরিবারের স্বার্থও এতে ক্ষতিগ্রস্ত হবে।

মুখপাত্র আরো বলেন, কে শীতকালীন অলিম্পিকের বিরোধিতা করে, কে আন্তর্জাতিক সমাজের মতামতের বিরুদ্ধে দাঁড়ায়- তা স্পষ্ট। চীন বিশ্বের জন্য এক ‘সহজ, নিরাপদ ও চমত্কার’ শীতকালীন অলিম্পিক আয়োজনে আস্থাবান।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)