যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্তিতি উদ্বেগজনক
2021-11-26 11:03:46

নভেম্বর ২৬: সম্প্রতি জাতিসংঘের সংখ্যালঘু-বিষয়ক বিশেষ প্রতিবেদক যুক্তরাষ্ট্র সফর শেষে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

 

এ প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন।

 

তিনি বলেন, বিবৃতিটি আন্তর্জাতিক সমাজের যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে দেশটির সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি, নিয়ে সাধারণ উদ্বেগ ও গুরুতর সংশয়ের প্রতিফলন।

 

জানা গেছে, এই প্রতিবেদক যুক্তরাষ্ট্রে দু’সপ্তাহব্যাপী সফরের পর সেদেশের নির্বাচন, শিক্ষা, ধর্ম, অপরাধ, আইন ও বিচার এবং ঘৃণাজনিত অপরাধসহ বিভিন্ন দিকের বৈষম্য ফাঁস করেছেন।

 

মুখপাত্র চাও বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মানবাধিকার অবস্থা গুরুতর, তার উচিত নিজের মানবাধিকার সমস্যা স্বচক্ষে দেখা, এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা।

(প্রেমা/এনাম/রুবি)