লিথুয়ানিয়ায় চীনের কূটনীতি সংস্থা ‘শার্জ ডি অ্যাফেয়ার্স কার্যালয়ে’ রূপান্তরিত
2021-11-26 18:58:11

লিথুয়ানিয়ায় চীনের কূটনীতি সংস্থা ‘শার্জ ডি অ্যাফেয়ার্স কার্যালয়ে’ রূপান্তরিত_fororder_微信图片_20211124192003

নভেম্বর ২৬: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে লিথুয়ানিয়া পররাষ্ট্রমন্ত্রীকে এক বার্তায় জানান যে, চীন লিথুয়ানিয়ায় চীনের কূটনীতি সংস্থার অফিসকে গণপ্রজাতন্ত্রী চীনের ‘শার্জ ডি অ্যাফেয়ার্স কার্যালয়ে’ পরিবর্তন করেছে। সেই সঙ্গে চীন লিথুয়ানিকে চীনে নিযুক্ত তার কূটনীতি সংস্থার নামও পরিবর্তন করার দাবি জানিয়েছে।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন।

 

মুখপাত্র বলেন, চীনের এই ব্যবস্থা হলো- চীনের সার্বভৌমত্বে লিথুয়ানিয়ার আক্রমণের প্রতিবাদে নেওয়া বৈধ পাল্টা ব্যবস্থা। এর দায় সম্পূর্ণ লিথুয়ানিয়ার। চীন সরকার দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় অবিচল রয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)