চীন ও মার্কিন বাহিনীর সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
2021-11-25 17:17:40

নভেম্বর ২৫: চীন ও মার্কিন বাহিনীর সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার) দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের তথ্য ব্যুরোর মহাপরিচালক ও মুখপাত্র উ ছিয়েন এ কথা বলেছেন।


ভবিষ্যতে চীন-মার্কিন সেনাবাহিনীর সম্পর্কোন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ১৬ নভেম্বর প্রেসিডেন্ট সি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভিডিও বৈঠক করেছেন এবং এটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও আন্তর্জাতিক সম্পর্কের একটি বড় ঘটনা। গুরুত্বপূর্ণ সময়ে নেতাদ্বয় ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক-নির্দেশনা দিয়েছেন এবং তাতে নতুন প্রাণশক্তি যুগিয়েছেন।

 

চীন-মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক দু’দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। দুই বাহিনীর সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা দু’দেশের গুরুত্বপূর্ণ। চীন দুই বাহিনীর সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় ও সহযোগিতা বজায় রাখতে চায়। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে অনেক দায়িত্বহীন কথা বলেছে এবং অনেক উস্কানিমূলক কাজও করেছে। এতে চীন অবশ্যই পাল্টা জবাব দেবে। দু’দেশের বাহিনীর সম্পর্ক উন্নত করার নীতি বরাবরের মতো একই। তা হলো- চীনের সার্বভৌমত্ব, মর্যাদা ও কেন্দ্রীয় স্বার্থে হস্তক্ষেপ না-করা। বিশেষ করে, তাইওয়ান সমস্যায় চীনের কোনো আপোষ করার জায়গা নেই বলে মুখপাত্র উল্লেখ করেন।

(লিলি/তৌহিদ/শুয়েই)