শরণার্থী সংকট মোকাবিলায় ইউক্রেনের সীমান্ত-নিয়ন্ত্রণ জোরদার
2021-11-25 15:01:19

নভেম্বর ২৫: বেলারুসের শরণার্থী সংকট মোকাবিলায় ইউক্রেনের আইন প্রয়োগকারী বিভাগ ইউক্রেন-বেলারুস সীমান্ত প্রশাসন জোরদারে যৌথ অভিযান শুরু করেছে। গতকাল (বুধবার) ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সীমান্ত প্রতিরক্ষা ব্যুরো, জাতীয় রক্ষী, এবং পুলিশ ও সশস্ত্র বাহিনী এবারের যৌথ অভিযানে অংশ নিয়েছে। অভিযানে চালকবিহীন বিমান ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে সম্ভাব্য অবৈধ অভিবাসীদের সীমান্ত পারাপার তত্ত্বাবধান করছে। 

এছাড়া, সেদেশের আইন প্রয়োগকারী বিভাগ ইউক্রেন-বেলারুস সীমান্ত এলাকার বন্দর, এক্সপ্রেস সড়কপথ, রেলপথ, এবং বাস ও আবাসিক এলাকায় প্রহরা ও নিরাপত্তা পরীক্ষা জোরদার করবে।
(প্রেমা/এনাম/রুবি)