ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2021-11-25 11:12:54

নভেম্বর ২৫: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক ভিডিও বৈঠকে মিলিত হয়েছেন।  

বৈঠকে ওয়াং ই বলেন, চলতি বছর চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালিত হবে। ইরানের সঙ্গে সার্বিক সহযোগিতা পরিকল্পনা কার্যকর করে দু’দেশের সার্বিক অংশীদারিত্বের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।

হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরান-চীন সার্বিক সহযোগিতা পরিকল্পনা দু’দেশের সম্পর্কের নতুন পর্যায়ে প্রবেশ ত্বরান্বিত করেছে। ইরান চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক। 

তিনি বলেন, একতরফা ও উত্যক্ত আচরণ, দ্বৈত মানদণ্ড এবং চীনের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে ইরান। আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও বিশ্বাস করে তেহরান।
 
(প্রেমা/এনাম/রুবি)