চীনা গণমুক্তি ফৌজের দেয়া মহামারী প্রতিরোধ সামগ্রী পেল কম্বোডিয়া
2021-11-24 11:21:52

নভেম্বর ২৪: গতকাল (মঙ্গলবার) কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা বাহিনীর দেয়া মহামারী প্রতিরোধ সামগ্রীর চতুর্থ চালান গ্রহণ করেছে। 

দেশটির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী টি বানহ ও দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েনথিয়ান তখন উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন।

টি বানহ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দীর্ঘকাল ধরে চীনা গণমুক্তি ফৌজের রাজকীয় কম্বোডিয়ান সেনাবাহিনীকে দেয়া সমর্থন ও সাহায্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, মহামারীর শুরু থেকে চীনা গণমুক্তি ফৌজ দেশটিতে মহামারী প্রতিরোধ চিকিত্সাদল পাঠানোর পাশাপাশি ১১ লাখ ডোজ টিকাসহ প্রচুর পরিমাণে মহামারী প্রতিরোধ সামগ্রী দিয়েছে, তা দু’দেশ ও দু’বাহিনীর সুঃখ-দুঃখের সমভাগী বন্ধুত্বের ও মৈত্রীর প্রতিফলন।

ওয়াং ওয়েনথিয়ান বলেন, দু’বাহিনী একে অপরকে সাহায্য করে ও পারস্পরিক মহামারী প্রতিরোধ সামগ্রী দিয়ে আন্তর্জাতিক সামরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। 

চীন-কম্বোডিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটির প্রতিষ্ঠার জন্য এসব সহায়তা ইতিবাচক অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
 (প্রেমা/এনাম/রুবি)