উচ্চ মানের বৈজ্ঞানিক স্বনির্ভর-ব্যবস্থা নির্মাণ দ্রুততর করতে হবে: সি চিন পিং
2021-11-24 20:22:45

নভেম্বর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সার্বিক সংস্কার সম্প্রসারণ কমিশনের ২২তম অধিবেশনে সভাপতিত্ব করেছেন। সম্মেলনে তিনি জোর দিয়ে বলেছেন, উচ্চ মানের বৈজ্ঞানিক স্বনির্ভর-ব্যবস্থা নির্মাণ দ্রুততর করতে হবে। পাশাপাশি, বৈজ্ঞানিক উদ্ভাবনী-ব্যবস্থার সামর্থ্য বাড়াতে হবে। বিদ্যুতের বিতরণ সুসংহত করতে হবে।

 

এই সম্মেলনে ‘বৈজ্ঞানিক ব্যবস্থা সংস্কারে তিন বছরের পরিকল্পনা ২০২১-২০২৩’ এবং দেশের ‘বিদ্যুত্ বাজারের যুক্ত-ব্যবস্থা নির্মাণ জোরাদারের প্রস্তাব’ গৃহীত হয়েছে।

সম্মেলনে জোর দিয়ে বলা হয়- দেশের কৌশলগত বৈজ্ঞানিক শক্তি জোরদার করতে হবে এবং কেন্দ্রীয় প্রযুক্তি গবেষণার সংস্থা প্রতিষ্ঠা করতে হবে।

(শুয়েই/তৌহিদ)