চতুর্থ বিশ্ব তথ্যমাধ্যম সম্মেলনকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
2021-11-23 10:58:27

নভেম্বর ২৩: গতকাল (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চতুর্থ বিশ্ব তথ্যমাধ্যম সম্মেলনে এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

তিনি বলেন, বর্তমানে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি এবং মহামারী একে অপরের ওপর প্রভাব ফেলছে। আন্তর্জাতিক কাঠামোর পরিবর্তন গভীর ও জটিল আকার ধারন করেছে। তাই সমস্যা সমাধানে বৈশ্বিক মতৈক্য তৈরিতে তথ্যমাধ্যমের সামাজিক দায়িত্ব রয়েছে।

 

সম্মেলনে অংশগ্রহণকারীরা গভীর আলোচনার মাধ্যমে মতৈক্য বাড়ানো, মানুষে মানুষে বন্ধন বৃদ্ধি, এবং সাংস্কৃতিক বিনিময় বেগবানকারী মানবজাতির অভিন্ন মূল্যবোধ প্রচার করে- এমন একটি মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

(প্রেমা/এনাম/রুবি)