যুক্তরাষ্ট্রের উচিত সেদেশে থাকা চীনা নাগরিকের নিরাপত্তা দেওয়া: চীনা মুখপাত্র
2021-11-22 18:55:26

যুক্তরাষ্ট্রের উচিত সেদেশে থাকা চীনা নাগরিকের নিরাপত্তা দেওয়া: চীনা মুখপাত্র_fororder_zhao

নভেম্বর ২২: চীন সরকার ও বিদেশে চীনের দূতাবাস ও কনসালের দপ্তর বিদেশে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর অনেক গুরুত্ব দেয়। চীন যুক্তরাষ্ট্রকে চীনা শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা এবং চীনা শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে।

আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই তাগিদ দেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন চীনা শিক্ষার্থী গুলিতে নিহত হন। নিহত শিক্ষার্থীর মা শোকসভায় দুঃখের সঙ্গে বলেন, তিনি জীবনে প্রথমবারের মতো বিদেশে গিয়েছেন। তবে নিজের ছেলের স্নাতক অনুষ্ঠান নয়, বিয়ের অনুষ্ঠানও নয়, বরং ছেলের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে!

 

এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, চীনা শিক্ষার্থীর হত্যাকাণ্ডে তীব্র বিস্ময় প্রকাশ করে চীন; একটি তরুণ প্রাণের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করে বেইজিং। নিহত শিক্ষার্থীর আত্মীয়দের আন্তরিক সমবেদনা জানায় চীন। সন্ত্রাসীর সহিংস আচরণের তীব্র নিন্দা জানায় চীন। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ও কনসালের দপ্তর নিহত শিক্ষার্থীর আত্মীয়দের প্রয়োজনীয় সাহায্য দিচ্ছে।

মুখপাত্র আরও বলেন, চীন মার্কিন সরকারকে চীনা শিক্ষার্থীসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা নাগরিকের নিরাপত্তা রক্ষায় কার্যকর ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জোর তাগিদ দেয়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)