যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধে নিরীহ মানুষ হত্যার তদন্ত করা: চীনা মুখপাত্র
2021-11-22 19:27:11

নভেম্বর ২২: মার্কিন তথ্য মাধ্যমের খবরে বলা হয়, মার্কিন বাহিনী ২০১৯ সালের মার্চ মাসে সিরিয়ার বাগজে চরমপন্থি সংস্থা ‘আইএসের’ ওপর বোমা হামলা চালিয়েছিল। ওই হামলায় নারী ও শিশুসহ ৬৪জন মানুষ নিহত হয়। তবে, মার্কিন বাহিনী এই ঘটনা গোপন করেছে।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, সিরীয় জনগণের প্রাণও মূল্যবান। মার্কিন বাহিনীর সহিংস আচরণ বিস্ময়কর। আর ক্ষোভের বিষয় হলো, মার্কিন বাহিনী এর আগে কখনই নিরীহ মানুষ হত্যার কথা স্বীকার করে নি। প্রায় তিন বছর ধরে মার্কিন বাহিনী তা গোপন করার চেষ্টা করছে। গণমাধ্যমের চাপে মার্কিন বাহিনী বাধ্য হয়ে তা স্বীকার করেছে।

 

চীনা মুখপাত্র বলেন, বাগজ বোমা হামলা যে বাস্তবতা তুলে ধরেছে, তা বছরের পর বছর ধরে বিশ্বে মার্কিন বাহিনীর যুদ্ধের একটি উদাহরণ। এর আগে মার্কিন বাহিনী সন্ত্রাসদমনের অজুহাতে আফগানিস্তানের সাধারণ বাড়িতে বোমা হামলা চালায়। এতে দশজন নিরীহ মানুষ নিহত হয়। তাদের মধ্যে দুই বছরের ছোট শিশু রয়েছে।

চীনা মুখপাত্র বলেন, মার্কিন বাহিনী ও সরকার বার বার যুদ্ধে নিরীহ মানুষের হতাহতের ঘটনা অস্বীকার করে আসছে অথবা গোপন করছে। এটা কি যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র জোরদার করা, মানবাধিকারকে রক্ষা করা এবং আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষার’ অনুশীলন? যুক্তরাষ্ট্রের উচিত ভালোভাবে এসব ঘটনার তদন্ত করা এবং আন্তর্জাতিক সমাজকে জবাব দেওয়া।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)