আফগানিস্তানে আবারো বিপুল পরিমাণ ত্রান সামগ্রী পাঠাল চীন
2021-11-22 10:15:28

নভেম্বর ২২: গত শনিবার বিকেলে আফগানিস্তানে আবারও বিপুল পরিমাণ ত্রান সামগ্রী পাঠিয়েছে চীন।

চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি ওয়েস্ট স্টেশন থেকে মালবাহী একটি ট্রেন ১০০০ টনেরও বেশি ত্রাণ সামগ্রী নিয়ে হরগোস রেলবন্দরে যাত্রা করেছে।

সেখান থেকে পরে গাড়িতে করে এসব মালামাল আফগানিস্তানের মাজার-ই-শরীফে পাঠানো হবে। এটি আসলে সিনচিয়াং থেকে আফগানিস্তানে পাঠানো তৃতীয় ত্রানবাহী ট্রেন।

ত্রানবাহী ট্রেনের মোট ৫০টি কন্টেইনারে গরম কাপড়, কম্বল, নান, গুড়ো দুধ চা ও নানা নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে।

ত্রাণসামগ্রী পরিবহনে সিনচিয়াংয়ের রেলপথ বিভাগ নানা রকম ব্যবস্থা নিয়েছে। তারা শুল্ক বিভাগ ও মাল পরিবহন এজেন্সির সাথেও সমন্বয় করেছে। হরগোস বন্দরে পৌঁছানোর পর দ্রুততর সময়ের মধ্যে আফগানিস্তানে পাঠানোর সব ব্যবস্থা নেয়া হয়েছে।

চলতি বছরের জুন মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত মালবাহি ট্রেনের মাধ্যমে আফগানিস্তানে ২,৬০০ টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চীন। (সুবর্ণা/এনাম/রুবি)