চীন-আসিয়ান সম্পর্কের মূল্যবান অভিজ্ঞতায় অবিচল থাকতে হবে: সি চিন পিং
2021-11-22 11:08:23

নভেম্বর ২২: আজ (সোমবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন।

 

তাতে তিনি বলেন, গত ৩০ বছর ধরে চীন-আসিয়ান সহযোগিতার ফলাফলে দু’পক্ষের ভৌগলিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রতিফলন হয়েছে। সময়ের উন্নয়নের ধারার সাথে সামঞ্জস্য রেখে সঠিক ঐতিহাসিক পথে এগুচ্ছে দুই পক্ষ।

 

তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি মেনে চলা, সহযগোগিতা ও পারস্পরিক কল্যাণ, শান্তি ও উন্নয়নের পথে চলা, পারস্পরকি সহযোগিতার বন্ধুত্ব, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করা এবং ক্ষমতা ও পারস্পরিক শিক্ষা, এবং উন্মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করা অপরিহার্য।

 

তিনি জোর দিয়ে বলেন, গত ৩০ বছরের মূল্যবান অভিজ্ঞতা চীন ও আসিয়ানের অভিন্ন সম্পদ। দু’পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের জন্য এই অভিজ্ঞতায় আবিচল থাকতে হবে।

 

তিনি বলেন, “আমাদের উচিত অর্জিত অভিজ্ঞতায় অবিচল থেকে নতুন বাস্তব অনুশীলনের মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করা”।

(প্রেমা/এনাম/রুবি)