লক্ষ্যণীয় উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে চীন-আসিয়ান: সি চিন পিং
2021-11-22 11:39:36

নভেম্বর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) সকালে চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপনে আয়োজিত শীর্ষ-সম্মেলনে সভাপতিত্ব করেছেন।

 

এসময়  তিনি বলেন, চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বছরে দুপক্ষ অসাধারণ পথে এগিয়ে চলছে। গত ৩০ বছরে চীন ও আসিয়ান যৌথ সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যণীয় উন্নয়ন বাস্তবায়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করেছে।

 

প্রেসিডেন্ট সি বলেন, দু’পক্ষ পূর্ব এশিয়ার অর্থনৈতিক একীকরণ পরিচালনা করেছে এবং অভিন্ন সমৃদ্ধি অর্জন বেগবান করেছে। ফলে ২০০ কোটি জনগণ আরও সুখী জীবনযাপন শুরু করেছে।

 

তিনি বলেন, চীন ও আসিয়ান  সুপ্রতিবেশিসূলভ ও বন্ধুত্বপূর্ণ উজ্জ্বল পথ খুঁজে বের করেছে, যা মানব জাতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

(রুবি/এনাম/আকাশ)