চীন ও লিথুয়ানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ককে ‘শার্জ দি অ্যাফেয়ার্সের’ স্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে চীন
2021-11-21 15:18:54

নভেম্বর ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে চীন ও লিথুয়ানিয়ার কূটনৈতিক সম্পর্ককে ‘চার্জ দি অ্যাফেয়ার্সের’ স্তরে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে।

১৮ নভেম্বর লিথুয়ানিয়া চীনের কঠোর প্রতিবাদ ও দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে, তাইওয়ান কর্তৃপক্ষকে ‘লিথুয়ানিয়ায় তাইওয়ান প্রতিনিধি অফিস’ স্থাপন করার অনুমতি দেয়। এটি দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সময়ের রাজনৈতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, চীনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে গুরুতর হস্তক্ষেপ করেছে। চীন এর তীব্র প্রতিবাদ এবং কঠোর মনোভাব জানিয়েছে।

এ ঘটনার ভবিষ্যত ফলাফল লিথুয়ানিয়া সরকারকে বহন করতে হবে। চীন লিথুয়ানিয়াকে অবিলম্বে ভুল সংশোধন করা এবং চীনের সার্বভৌমত্ব, ভূভাগের অখণ্ডতা এবং চীনা জনগণের দৃঢ় সংকল্প, দৃঢ়তা ও শক্তিকে ছোট করে না দেখার উপদেশ দেয়।

চীন তাইওয়ানকে সতর্ক করে দেয় যে, তাইওয়ান কখনই একটি দেশ ছিল না ও হবেও না। বিদেশি শক্তির ওপর নির্ভর করে রাজনৈতিক কারসাজিতে লিপ্ত হওয়ার চেষ্টা ব্যর্থ হবে বলে জানায় চীন। (জিনিয়া/তৌহিদ/শুয়েই)