আন্তর্জাতিক শীর্ষ গাণিতিক পদার্থবিদ চীনের বিশ্ববিদ্যালয়ে কাজ করবেন
2021-11-20 15:43:02

আন্তর্জাতিক শীর্ষ গাণিতিক পদার্থবিদ চীনের বিশ্ববিদ্যালয়ে কাজ করবেন_fororder_清华1

আন্তর্জাতিক শীর্ষ গাণিতিক পদার্থবিদ চীনের বিশ্ববিদ্যালয়ে কাজ করবেন_fororder_清华2

নভেম্বর ২০: ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক শীর্ষ পর্যায়ের গাণিতিক পদার্থবিদ নিকোলাই রেশেটিখিন আনুষ্ঠানিকভাবে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গণিত বিষয়ক উন্নয়নে সহায়তা করেবেন।

 

তিনি সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে অর্থাত্, বর্তমান রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে তিনি লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে, তিনি সেকলোভ ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স থেকে ডক্টরেট ডিগ্রি নেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে ও অন্যান্য সুপরিচিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

(লিলি/তৌহিদ/জিনিয়া)