বিশ্বব্যাপী থিঙ্ক ট্যাঙ্কের সম্মেলনে ওয়াং ই’র ভাষণ
2021-11-20 19:44:01

নভেম্বর ৬: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শনিবার) ‘বিশ্বের মহামারীর পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা ও মতভেদ নিয়ন্ত্রণ ও সহযোগিতা’ শিরোনামে বিশ্বব্যাপী থিঙ্ক ট্যাঙ্কের সম্মেলনে এক ভিডিও ভাষণ দিয়েছেন।

‘ঐক্যের মাধ্যমে বিচ্ছিন্নতা প্রতিরোধ করা এবং সহযোগিতার মাধ্যমে উন্নয়ন বেগবান করা’ শিরোনামের ভাষণে তিনি বলেন, মহামারী এখনও ছড়িয়ে পড়ছে। বিশ্বে শান্তি নেই। বিভিন্ন দেশের উচিত হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে বিচ্ছিন্নতা প্রতিরোধ করা এবং জিরো-সাম গেমের পরিবর্তে অভিন্ন কল্যাণ বাস্তবায়ন করা এবং সহযোগিতার মাধ্যমে উন্নতি বেগবান করা।

 

উল্লেখ্য, বিশ্বব্যাপী থিঙ্ক থ্যাঙ্ক সম্মেলন ইন্দোনেশিয়ার কূটনৈতিক নীতি সমিতির উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত হয়।
লিলি/তৌহিদ/জিনিয়া