সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে ২০০ হুথি যোদ্ধা নিহত
2021-11-19 15:52:07

নভেম্বর ১৯: ইয়েমেনের বার্তাসংস্থা গতকাল (বৃহস্পতিবার) বহুজাতিক বাহিনীর এক বিবৃতির বরাতে জানায়, সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী গেল ২৪ ঘন্টায় ইয়েমেনের মধ্যাঞ্চলের মারিব প্রদেশে এক সামরিক অভিযান চালায়। তাতে কমপক্ষে ২০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে।

অভিযানে বহুজাতিক বাহিনী হুথি যোদ্ধাদের লক্ষ্য করে ৩৫ বার বিমান হামলা চালিয়ে ২৪টি সামরিক পরিবহন ধ্বংস করে।

গত ফেব্রুয়ারি মাসে হুথিরা মারিব প্রদেশে  আক্রমণ চালানোর পর থেকে ২৭ হাজারের বেশি হুথি যোদ্ধা বহুজাতিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

মারিব প্রদেশ ইয়েমেনের মূল তেল উত্পাদন এলাকা এবং বহুজাতিক বাহিনীর কমান্ড সেন্টার। গত ফেব্রুয়ারি থেকে হুথি সশস্ত্র যোদ্ধারা এখানে প্রচণ্ড আক্রমণ চালিয়ে অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। (শিশির/এনাম/রুবি)