ফাইজার-বায়োএনটেক ও মডার্না টিকা বিক্রি করে প্রতিসেকেন্ডে আয় করছে ১ হাজার ডলার
2021-11-19 20:25:48

নভেম্বর ১৯: ফাইজার-বায়োএনটেক ও মডার্না তাদের টিকা বিক্রি করে প্রতিমিনিটে গড়ে ৬৫,০০০ মার্কিন ডলার আয় করছে বলে নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। সিঙ্গাপুরের লিয়ান হ্য চাও পাও পত্রিকা এ তথ্য জানায়।

 

বিশ্লেষণে বলা হয়, টিকা বিক্রি করে লাভ করা হলেও, সবচেয়ে দরিদ্র দেশগুলির জনগণ এখনো টিকা পায়নি।

 

অলাভজনক সংস্থা ‘পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স’ এই তিন ওষুধ প্রতিষ্ঠিনের আয় প্রতিবেদন বিশ্লেষণ করে দেখায়, চলতি বছর তাদের মোট কর-পূর্ব মুনাফা ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা প্রতিসেকেন্ডে ১০০০ ডলারের বেশি, প্রতিমিনিটে ৬৫,০০০ ডলার, এবং প্রতিদিন ৯৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

 

পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স আরও জানায়, এই তিনটি কোম্পানি ধনী দেশগুলিতে বেশিরভাগ ভ্যাকসিন বিক্রি করেছে, কিন্তু নিম্ন আয়ের দেশগুলিকে সমস্যায় ফেলেছে।

 

রুবি/এনাম