চীনে দ্রুত বাড়ছে বিদেশি বিনিয়োগ: বাণিজ্য মন্ত্রণালয়
2021-11-18 17:12:17

নভেম্বর ১৮: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইউ থিং আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এ বছর চীনে বিদেশি বিনিয়োগ দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন। 

তিনি জানান, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিদেশি পুজিঁ বিনিয়োগ ব্যবহারের পরিমাণ ছিল ৯৪,৩১৫ কোটি ইউয়ান, তা গত বছরের একই সময়ের চেয়ে ১৭.৮ শতাংশ বেশি।

তিনি বলেন, চীনে সেবা শিল্পে বিদেশি পুজিঁ বিনিয়োগ ব্যবহারের পরিমাণ ছিল ৭৫,২৫২ কোটি ইউয়ান, তা গত বছরের একই সময়ের চেয়ে ২০.৩ শতাংশ বেশি। 

উচ্চ প্রযুক্তি শিল্পে বিদেশি পুজিঁ বিনিয়োগ ব্যবহারের পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ২৩.৭ শতাংশ বেশি ছিল বলে জানান তিনি।        
(আকাশ/এনাম/রুবি)