শরণার্থী সংকট সমাধানে একমত হয়েছে বেলারুশ ও জার্মানি
2021-11-18 16:35:18

নভেম্বর ১৮: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেনকো গতকাল (বুধবার) জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ফোনালাপ করেছেন।

এই সময় দুই নেতা বেলারুশ-পোল্যান্ড সীমান্তে শরণার্থী সংকট নিয়ে আলোচনা করে তা সমাধানে একমত হন।

শরণার্থী সংকট বেলারুশ-ইইউ পর্যায়ে সমাধানের লক্ষ্যে তাত্ক্ষণিক আলোচনা শুরু করার বিষয়ে একমত হন দুই নেতা।

উল্লেখ্য, সম্প্রতি হাজার হাজার শরণার্থী বেলারুশ সীমান্ত দিয়ে পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় প্রবেশ করে পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। (শিশির/এনাম/রুবি)