চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে রয়েছে প্রাণ ও রক্তের বন্ধন: চীনা মুখপাত্র
2021-11-18 19:36:03

নভেম্বর ১৮: চীনের জাপানি আগ্রাসন-বিরোধী যুদ্ধে আমেরিকান ফ্লাইং টাইগারের সহযোগিতার ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

আমেরিকান ফ্লাইং টাইগারের গল্পে প্রতিফলিত হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে রয়েছে প্রাণ ও রক্তের মৈত্রী ও বন্ধন।

 

আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এসব কথা বলেন।

 

চাও লি চিয়ান বলেন,  গত ৮০ বছর ধরে আমেরিকান ফ্লাইং টাইগারের গল্প সবার মুখে মুখে রয়েছে, যা চীন ও যুক্তরাষ্ট্রের প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত হয়েছে।

 

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান দুটি অর্থনৈতিক সত্ত্বা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে দু’দেশের উচিত যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা।

 

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক সমাজের সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিশ্ব উন্নয়ন বেগবান এবং সমতাসম্পন্ন ও উপযুক্ত আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা।

 

রুবি/এনাম/শিশির