বিশ্ব অর্থনীতি ফোরামের শিল্পপতি পর্যায়ের সংলাপে লি খ্য ছিয়াংয়ের অংশগ্রহণ
2021-11-18 16:03:25

বিশ্ব অর্থনীতি ফোরামের শিল্পপতি পর্যায়ের সংলাপে লি খ্য ছিয়াংয়ের অংশগ্রহণ_fororder_d833c895d143ad4bf0ee9324f9642aa6a60f0685

নভেম্বর ১৮: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অনলাইনে বিশ্ব অর্থনীতি ফোরামের শিল্পপতি পর্যায়ের বিশেষ আন্তর্জাতিক সংলাপে অংশগ্রহণ করেন। বিশ্ব অর্থনীতি ফোরামের প্রধান ক্লাউস শোয়াব ও ৪০টিরও বেশি দেশের চার শতাধিক শিল্পপতি সংলাপে অংশ নিয়েছেন।

সংলাপে লি খ্য ছিয়াং বলেন, বর্তমানে গোটা বিশ্বে নতুন করে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছে। বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের গতিও ধীর। এ অবস্থায় চীন বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা চালিয়ে মহামারী প্রতিরোধ করতে চায়, যাতে শিল্প সরবরাহ চেইনে স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হয়।

লি খ্য ছিয়াং আরও বলেন, চলতি বছর চীনা অর্থনীতি স্থিতিশীলভাবে পুনরুদ্ধার হচ্ছে। বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীনের অর্থনীতির স্থায়ী উন্নয়নের প্রবণতায় কোনো পরিবর্তন হবে না। চীন অব্যাহতভাবে সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা জোরদার করবে এবং কর ও ব্যয় হ্রাসের ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ হলো চীনের মৌলিক নীতি। চীন দৃঢ়ভাবে বৈদেশিক উন্মুক্তকরণ নীতিতে অবিচল থাকবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ত্বরান্বিত করে যাবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)