চীন ও ইসরাইলের প্রেসিডেন্টের ফোনালাপ
2021-11-17 18:52:55

নভেম্বর ১৭: আজ (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজং ফোনালাপ করেছেন।

সি চিন পিং বলেন,  চীনা জাতি ও ইহুদি জাতির দীর্ঘ ইতিহাস ও সভ্যতা রয়েছে। দু’পক্ষের বন্ধুত্বপূর্ণ বিনিময় দীর্ঘসময় ধরে চলে আসছে।

তিনি বলেন, চীন ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুপক্ষ পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান ও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার নীতি মেনে চলে নানা ক্ষেত্রে বাস্তব ও ফলপ্রসূ সহযোগিতা গড়ে তুলেছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ইসরাইলের অর্থনীতি পরিপূরক। চীনা কোম্পানি ইসরাইলের অবকাঠামো নির্মাণে অংশগ্রহণ করছে এবং ইসরাইলের কোম্পানিও চীনে বিনিয়োগ করছে ।

তিনি বলেন,  ইসরাইলের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও স্বাস্থ্য এবং চিকিত্সাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে এবং সংস্কৃতি, শিক্ষা, পর্যটন ও ক্রীড়া খাতে সহযোগিতা  ও বিনিময় বাড়াতে চায় বেইজিং।

ফোনালাপে দুপক্ষ মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে।

সি চিন পিং বলেন, ইসরাইল ও ফিলিস্তিনকে দুই-রাষ্ট্র পরিকল্পনার ভিত্তিতে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানে সমর্থন করে চীন। সবসময় মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তিরক্ষা ও উন্নয়নের নির্মাতা চীন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এতদঞ্চলের স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে চীন। (শিশির/এনাম/রুবি)