সন্ত্রাস দমনের মাধ্যমে মানবাধিকার রক্ষা করছে সিনচিয়াং
2021-11-17 16:35:40

নভেম্বর ১৭: নানা জাতির মানুষের জীবন, স্বাস্থ্য ও উন্নয়নের অধিকার রক্ষা করতে সিনচিয়াং সরকার কঠোর ও কার্যকর ব্যবস্থা  নিয়ে সন্ত্রাস ও চরমপন্থী দমন এবং হিংসা প্রতিরোধ করে চলছে। ফলে সিনচিয়াংয়ে টানা পাঁচবছর ধরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতা ঘটেনি।

আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত সিনচিয়াং-বিষয়ক এক সাংবাদিক সম্মেলনে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলটির সরকারের মুখপাত্র সু কুই সিয়াং এসব কথা বলেন।

তিনি বলেন, সিনচিয়াং আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুসরণ করে সন্ত্রাস দমন ও মানবাধিকার রক্ষায় কাজ করছে। মানুষের আইনগত অধিকার উপভোগের অধিকার নিশ্চিত করেছে।

তিনি বলেন, সিনচিয়াংয়ের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও যোগাযোগের  অধিকার রক্ষিত হয়েছে। সেখানে চালু বোর্ডিং ব্যবস্থায় শিক্ষার্থীরা ছুটি নিতে এবং বাড়িতে যেতে পারে। তাদের জাতীয় ভাষার ব্যবহার, আচার ও রীতি-নীতিকে সম্মান করা হয়। তাদেরকে হালাল খাবার  প্রদান এবং তাদের ধর্মীয় অধিকার রক্ষা করা হয়। (শিশির/এনাম/রুবি)