বছরের প্রথমার্ধে চীনে আসল বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ছিল ৬০৭.৮৪ বিলিয়ন ইউয়ান
2021-07-15 14:37:26

জুলাই ১৫: চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের গতকাল (বুধবার) প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, চলতি বছরের জুন পর্যন্ত চীনে আসল বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ছিল ৬০৭.৮৪ বিলিয়ন ইউয়ান আরএমবি, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৮.৭ শতাংশ বেশি এবং ২০১৯ সালের একই সময়ের চেয়ে ২৭.১ শতাংশ বেশি। এর মধ্যে উচ্চ মান প্রযুক্তি শিল্পে পুঁজির ব্যবহার বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ।

গত মে মাসে ৩০টি অন্তঃদেশীয় প্রতিষ্ঠানের আঞ্চলিক সদর দফতর ও ১০টি গবেষণাকেন্দ্র শাংহাইয়ে প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে বিশ্বের শীর্ষ ৫ শ প্রতিষ্ঠানের পাঁচটি রয়েছে। পেপসি কোম্পানির গ্রেটার চায়না খাদ্য ব্যবসায় উচ্চ পর্যায়ের ভাইস চেয়ারম্যান ও সাধারণ ব্যবস্থাপক স্যিয়ে ছাং আন বলেন,

“আমরা মনে করি, শাংহাইয়ের ব্যবসায়ের পরিবেশ অনেক ভাল। ২০১৮ সাল থেকে আমরা চীনে কারখানা ও শিল্পচেইন গড়ে তুলছি এবং এসব খাতে গবেষণা জোরদার করছি। কোভিড-১৯ মহামারী চলাকালেও আমাদের ব্যবসার উন্নয়ন কখনও থেমে থাকেনি। গত বছর আমরা ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীনের বিখ্যাত খাদ্য ব্রান্ড বাইছাওওয়েই অধিগ্রহণ করি। চীনা বাজারের ওপর আমাদের আস্থা অটুট আছে।”

চীনে বিদেশি বিনিয়োগের পরিবেশ ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণা একাডিমির আন্তর্জাতিক বাজার গবেষণালয়ের উপপরিচালক পাই মিং বলেন,

“চীনে মহামারী মোকাবিলার ক্ষেত্রে বিপুল সাফল্য অর্জিত হয়েছে। চীনা অর্থনীতি বিশ্বে সবার আগে পুনরুদ্ধার হয়। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে চীন বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে আছে। চীন এখন আগের যে-কোনো সময়ের তুলনা বেশি উন্মুক্ত হয়েছে; এখানে বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধাও বেড়েছে। চীনের ব্যবসায়ের পরিবেশ আরও সুন্দর ও সুষ্ঠু হয়েছে।”

পরিসংখ্যান অনুসারে, পরিষেবা শিল্পে আসল ব্যবহৃত বিদেশি পুঁজি ছিল ৪৮২.৭৭ মিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৩.৪ শতাংশ বেশি; উচ্চ মান প্রযুক্তি শিল্পে আসল ব্যবহৃত বিদেশি পুঁজি বৃদ্ধি পেয়েছে ৩৯.৪ শতাংশ। এর মধ্যে উচ্চ মান প্রযুক্তি পরিষেবা শিল্পে ব্যবহৃত বিদেশি পুঁজি বৃদ্ধি পেয়েছে ৪২.৭ শতাংশ। উচ্চ মান প্রযুক্তি উত্পাদন শিল্পে ব্যবহৃত বিদেশি পুঁজি বৃদ্ধি পেয়েছে ২৯.২ শতাংশ। পাই মিং বলেন,

“চীনে উচ্চ মান প্রযুক্তি পরিষেবা শিল্পে উন্নয়নের বিশাল সুযোগ রয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের বিদেশি পুঁজি আকর্ষণের অবস্থাও ভাল হবে। আন্তর্জাতিক শিল্পের সরবরাহ চেইন পুনরুদ্ধারের পাশাপাশি, চীনে বিদেশি পুঁজির বহুমুখী ব্যবহারও বাড়বে।”

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং এর আগে বলেছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় উচ্চ মানের উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার কাজ অব্যাহত রাখবে। বিদেশি বিনিয়োগের জন্য বাজার আরও উন্মুক্ত করা হবে। বিদেশি অর্থায়নে স্থাপিত প্রতিষ্ঠান ও প্রকল্পে পরিষেবার নিশ্চয়তা দেওয়া হবে। অব্যাহতভাবে ব্যবসায়ের পরিবেশ উন্নত করা হবে, যাতে আরও বেশি বিদেশি বিনিয়োগকারী চীনে আসতে আগ্রহী হয়।

চীনা বাণিজ্যমন্ত্রীর সহকারী রেন হং পিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, পরবর্তী ধাপে বিদেশি বিনিয়োগকারীদের উত্সাহ দেওয়ার আরও উদ্যোগ গ্রহণ করা হবে। বিদেশি বিনিয়োগকারীদেরকে চীনের উচ্চ মানের উত্পাদন-শিল্পে বিনিয়োগে উত্সাহ দিতে হবে। শিল্প চেইনে বিনিয়োগ সংগ্রহ করতে হবে এবং বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান ও প্রকল্পে প্রয়োজনীয় পরিষেবা দেবার ব্যবস্থা আরও জোরদার করতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)