আমি কে জানো কি?
2021-07-03 17:32:21

আমি কে জানো কি?_fororder_微信图片_20210703172936

আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি রং হাও’র পরিচয় দেবো এবং তার গান শোনাবো। তিনি ১৯৮৫ সালের ১১ জুলাই আনহুই প্রদেশের বেংবু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সংগীত প্রযোজক ও অভিনেতা। ২০১০ সালে তিনি নিজের প্রথম ইপি প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘লি পাই’ শীর্ষক গান। গানটি তাঁর প্রথম অ্যালবামে অন্তভুর্ক্ত হয়। তিনি নিজে গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘লি পাই’ শীর্ষক গান। তিনি তাঁর প্রথম অ্যালবাম দিয়ে তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০৪ সালে তিনি নিজের নামে নতুন অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবাম দিয়ে চীনের টপ নামতালিকায় বার্ষিক শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি ২৩টি কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তরুণ ও প্রতিশ্রুতিবদ্ধ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, ২০১৬ সালে তাঁর কনসার্ট ২১তম চীনা ভাষা সংগীত তালিকায় এশিয়ার সবচেয়ে প্রভাবশালী কনসার্টের পুরস্কার লাভ করে। ২০১৭ সালে তিনি নিজের নতুন অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি ২১তম চীনা ভাষা সংগীত তালিকার শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করে। একই বছরে তিনি প্রথমে চীনের হংকং ও তাইপেইতে একক কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘চড়ুই’ শীর্ষক গান শোনাবো।

আমি কে জানো কি?_fororder_微信图片_20210703173158

বন্ধুরা, শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘চড়ুই’ শীর্ষক গান। ২০১৮ সালে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি দিয়ে তিনি ৩০তম তাইওয়ান গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি টিভি সংগীত প্রতিযোগিতার বিচারকের কাজ করেন। ২০২০ সালে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘পিতা, মাতা’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। লি রং হাও নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘পিতা, মাতা’ শীর্ষক গান। তিনি দশ বছর বয়সের সময় জীবনের প্রথম গিটার হাতে পান। তখন তার কোনো শিক্ষক ছিল না। তিনি নিজে সংগীত ডিস্ক ও পাঠ্যপুস্তক থেকে গিটার বাজানো শিক্ষা শুরু করেন। ছোটবেলায় তাঁর শিক্ষা ভাল ছিল না। কিন্তু সংগীতে তাঁর দক্ষতা বেশি। জুনিয়র বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকে তিনি পেশাদার সংগীত শিক্ষা শুরু করেন। ১৭ বা ১৮ বছর বয়সের সময় তিনি প্রথম গিটারের ওপর বই লেখেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পুরানো রাস্তা’ শীর্ষক গান শোনবো। আশি করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘পুরানো রাস্তা’ শীর্ষক গান। বিশ্ববিদ্যালের প্রবেশিকা পরীক্ষার আগে তাঁর অনেক কষ্ট ছিল। তিনি ‘কষ্ট’ নামের সংগীত রচনা করেন। এ সংগীত তখন চীনের গিটার ম্যাগাজিন ‘গিটার বর্গ’-এ প্রশংসিত হয়। তখন ম্যাগাজিনটি ১৯ বছর বয়সী লি রং হাওয়ের সাক্ষাত্কার নেয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মডেল’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। লি রং হাও গানটির সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cnগানের অনুরোধআমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)