বিশেষ প্রতিবেদন: বাজেটে কী পেল নারী
2021-06-10 18:44:42

বিশেষ প্রতিবেদন: বাজেটে কী পেল নারী_fororder_女性

একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা এবং টেকসই উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব কতখানি তা আমরা কমবেশি সবাই জানি।  নারীর জন্য বাজেট বরাদ্দের দাবির প্রতি দৃষ্টি দিয়ে সরকার এ বছর বেশ কিছু বিষয় বাজেটে সংযুক্ত করেছে, যা নারীর জন্য ইতিবাচক।  জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের আয়করে আরও ছাড় দেওয়া হয়েছে। দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এবার নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা ৫০ লাখ  থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মোটাদাগে নারী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা ছাড়াও স্যানিটারি ন্যাপকিনের উপরে ১৫ পারসেন্ট ভ্যাট প্রত্যাহার, অসহায় মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং ডে কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টি চলতি মাসের ৩ তারিখের ঘোষিত বাজেটে উঠে এসেছে। এবারের বাজেটে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিভিন্ন সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জেন্ডার সংবেদনশীল বাজেট মানে শুধু নারীর জন্য বাজেট নয়। জেন্ডার বান্ধব বাজেটের আওতায় অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি, যেন গৃহস্থালি ও সেবামূলক কাজে নারীর দায়িত্ব সহজ হয়। পাশাপাশি নারীর জন্য বিকল্প সুবিধাদির ব্যবস্থা করা। অমূল্যায়িত সেবাকাজকে জেন্ডার রেসপনসিভ বাজেটিংয়ের সাথে একত্রিত করা।  সরকারের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন এনজিও, করপোরেট, বাণিজ্যিক ও গণমাধ্যমকেও এগিয়ে আসা দরকার বলে মনে করেন তারা।  

 

কিছু বাধ্যতামূলক নিয়ম প্রবর্তন এবং বাস্তবায়নের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে সহজ ও ত্বরান্বিত করা সম্ভব। তবেই জাতীয় বাজেটকে নারীবান্ধব বাজেট কিংবা জেন্ডার সহনশীল বাজেট বলা যাবে বলেও মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।

রওজায়ে জাবিদা ঐশী