তুমি আমার পছন্দ
2021-02-03 16:29:40

তুমি আমার পছন্দ_fororder_ayimila

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী আইমিলার সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি হলেন চীনের পপ সংগীতজ্ঞ, অভিনেত্রী, টিভি হোস্ট, আন্তর্জাতিক বেলি ডান্স কোচ, চীনের মার্শাল আর্টস বেলি নাচের প্রতিষ্ঠাতা। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উত্সাহের গান’ শোনাবো। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আইমিলা নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। গানটি তখন বিভিন্ন সংগীত তালিকার শীর্ষ স্থানে ছিল। বিশেষ করে, ওয়েবসাইটে খুবই জনপ্রিয় ছিল। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইমিলার কন্ঠে ‘উত্সাহের গান’ শীর্ষক গান। হট নাচ আইমিলার বৈশিষ্ট্য। চীনে তিনি ‘প্রথম সেক্সি দেবী’ নামে পরিচিত। তাঁর রচিত অনেক গান ইন্টারনেটে খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘এই জীবনে আমি তোমাকে খুঁজি’ শীর্ষক গান শোনাবো। তিনি নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। গানটিতে বলা হয়েছে: এ জীবনে আমি তোমাকে খুঁজে পাই না। আমাদের স্মৃতি কোথায় গেছে। এ জীবনে আমি কি তোমাকে খুঁজে পাবো না?

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আইমিলার কন্ঠে ‘এই জীবনে আমি তোমাকে খুঁজি’ শীর্ষক গান। আইমিলার আসল নাম চৌ দান দান। তিনি আগে একজন মডেল ছিলেন। তিনি হুপেই প্রদেশে জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক বাড়ি ইউননান প্রদেশে। তিনি মধ্য চীন নরমাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তাঁর শরীচর্চায় আগ্রহও বেশি। তিনি ২০০০ সাল থেকে মডেল হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালের গ্রীষ্মকালে তিনি একটি নাচ ক্লাসের শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেন। ২০০১ সালে তিনি হুপেই প্রদেশের উহান শহরের শিল্প হাই স্কুলের নাচের শিক্ষিকার কাজ শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি শক্ত মহিলাকে বুঝো না’ শীর্ষক গান। এ গানটিও তাঁর নিজের লেখা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

তুমি আমার পছন্দ_fororder_ayimila1

বন্ধুরা, শুনছিলেন আইমিলার কন্ঠে ‘তুমি শক্ত মহিলাকে বুঝো না’ শীর্ষক গান। ২০০২ সালে তিনি হুপেই প্রদেশের টিভি কেন্দ্রের হোস্ট ও উহান রেডিও’র উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সালে তিনি বিখ্যাত কন্ঠশিল্পী হেই লংয়ের এমভিতে অভিনয় করেন। ২০০৪ সালে তিনি একটি নারী ব্যান্ডে যোগ দেন। ২০০৫ সালে তিনি একক পরিবেশনা শুরু করেন। এ বছরে তিনি চীনে ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০০৬ সালে তিনি নাচ শো ট্যুর পরিবেশন করেন। ২০০৭ সালে তিনি নিজে সংগীত রচনার চেষ্টা শুরু করেন। ২০০৯ সালে তিনি নিজের প্রথম সংগীত প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি আমার প্রেমের কিংবদন্তি’ শীর্ষক গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। তিনি নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইমিলার কন্ঠে ‘তুমি আমার প্রেমের কিংবদন্তি’ শীর্ষক গান। ২০১০ সালে তিনি চেচিয়াং প্রদেশের বিশেষ বিনোদন অনুষ্ঠানে অংশ নেন। ২০১১ সালে তিনি নতুন গান প্রকাশ করেন। ২০১১ সালে তিনি হ্যেনান প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে বেলি নাচে মার্শাল আর্টের শৈলী যোগ দিয়ে পরিবেশন করেন, যা গোটা চীনে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এরপর তিনি মার্শাল আর্টে ভারতীয় নাচ যোগ দেয়ার চেষ্টা করতে থাকেন। অনেক জনপ্রিয়তা পেয়েছে তাঁর নাচ। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি আমার পছন্দ’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। এ গানটিও তাঁর নিজের লেখা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইমিলার কন্ঠে ‘তুমি আমার পছন্দ’ শীর্ষক গান। ২০১৩ সালে তিনি সিছুয়ান প্রদেশের টিভি কেন্দ্রের একটি ড্রামায় অভিনয় করেন। ২০১৪ সালে তিনি তিনটি নতুন গান প্রকাশ করেন। গানগুলো চীনে অনেক জনপ্রিয় হয়। ২০১৫ সালে তিনি দু’টি গান প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নায়িকার ভালবাসা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)