‘তাইওয়ান স্বাধীনতা’র সব অপচেষ্টাই ব্যর্থ হবে: চাও লি চিয়ান
2021-12-31 19:38:21


ডিসেম্বর ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে জানান,  লিথুয়ানিয়া চীনের সাথে সম্পর্কের বিষয়ে গুরুতর ভুল করেছে, এর জবাবে চীনের ব্যবস্থা যথাযথ এবং ন্যায়সঙ্গত । 


তাইওয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যে কোন বিদেশি শক্তির সাথে আঁতাত করে ‘তাইওয়ান স্বাধীনতা’র নামে সব ধরেনের অপচেষ্টা ব্যর্থ হবে। 


তিনি আরো বলেন, লিথুয়ানিয়া সরকার প্রকাশ্যে একচীন নীতি লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক সমাজে ‘এক চীন, এক তাইওয়ান’ সৃষ্টির অপচেষ্টা করছে। দেশটির এহেন ভুল আচরণ গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতাকে লঙ্ঘন করেছে। চীনের মৌলিক স্বার্থকে নষ্ট করেছে।  তাই এ ব্যাপারে যথাযথ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা নেয়ার অধিকার রয়েছে চীনের । 


(আকাশ/এনাম/রুবি)