যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধের আহ্বান
2021-12-30 20:54:22


ডিসেম্বর ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র মুখে বাক স্বাধীনতার কথা বললেও, বাস্তবে তাদের আচরণ একেবারেই বিপরীত। তিনি বলেন, তারা আসলে হংকংয়ের স্থিতিশীলতা চায় না। যুক্তরাষ্ট্রের উচিত দ্বৈত নীতি পরিহার করে স্বাধীনতার অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা।            

   

তিনি আরো বলেন , হংকং হচ্ছে আইনের শাসন-ভিত্তিক সমাজ, বাক ও গণমাধ্যমের স্বাধীনতাসহ হংকংয়ের অধিবাসীদের বিভিন্ন বৈধ অধিকার ও স্বাধীনতা আইন অনুসারে নিশ্চিত রয়েছে। তবে স্বাধীনতার নামে অপরাধ করা যাবে না। 


চীনা মুখপাত্র বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে সাংবাদিকদের কাজ করতে হলে, চীন ও হংকংয়ের আইন অনুসরণ করে করতে হবে। 


তিনি জোর দিয়ে বলেন, কোন দেশ, সংস্থা, বা ব্যক্তির হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।

(আকাশ/এনাম/আনন্দী)