চীন-রাশিয়া বাণিজ্যিক সহযোগিতা আশাব্যঞ্জক: চীনা মুখপাত্র
2021-12-29 19:34:33

ডিসেম্বর ২৯: চীন ও রাশিয়া পরস্পরের বৃহত্তম প্রতিবেশী দেশ, যা পরস্পরের উন্নয়ন সুযোগ প্রদান করছে। দু’দেশের সহযযোগিতার দৃঢ় ভিত্তি ও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

 

গত ১১ মাসে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে, যা চীন-রাশিয়া বাণিজ্যিক সহযোগিতার প্রত্যাশা পূরণ করেছে।

 

আজ (বুধবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এ সব কথা বলেন।

 

জানা গেছে, চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিশনের রুশ পক্ষের চেয়ারম্যান সম্প্রতি চীন-রাশিয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন।

 

চাও লি চিয়ান বলেন, সদ্য প্রকাশিত ‘বিশ্বে চীনা শিল্পপ্রতিষ্ঠানের ভাবমূর্তী-সংক্রান্ত জরিপ ২০২১’ থেকে জানা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৭০ শতাংশ গ্রাহক মনে করেন, চীনা শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তিগত উদ্ভাবন ও সবুজায়নে নেতৃত্বশীল ভূমিকা পালন করেছে। চীনা শিল্পপ্রতিষ্ঠান ‘এক অঞ্চল, এক পথের মাধ্যমে স্থানীয়দের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, গণজীবিকার উন্নতি, পরিবেশ রক্ষাসহ নানা ক্ষেত্রে পরস্পরকে উপকৃত করছে। (রুবি/এনাম/শিশির)