ভাড়াভিত্তিক ৪ বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ছে, কমবে ক্রয়মূল্য
2021-12-29 20:05:19

ডিসেম্বর ২৯: বাংলাদেশে ১৭৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন চারটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এসব বিদ্যুৎকেন্দ্র ‘স্ট্যান্ডবাই’ থাকবে। অর্থাৎ যখন প্রয়োজন হবে, তখনই সরকার এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে বলে জানান তিনি। নতুন মেয়াদে বিদ্যুতের ক্রয়মূল্য আগের চেয়ে কমবে বলেও জানান অর্থমন্ত্রী। 

মন্ত্রী জানান, এর পাশাপাশি মন্ত্রিসভা কমিটির বৈঠকে চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। 

যে চার কেন্দ্রর মেয়াদ বেড়েছে, তার মধ্যে সিলেটের কুমারগাঁওয়ের ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ এক বছর বাড়ানো হয়। ফেঞ্চুগঞ্জের ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ও বগুড়ার ২০ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির মেয়াদ বাড়ানো হয়েছে তিন বছর করে। এদিকে, আশুগঞ্জ ৫৩ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২৪ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। পরে সরকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

শান্তা/ সাজিদ